Guru Purnima 2024

Guru Purnima 2025: আগামী ১০ জুলাই গুরু পূর্ণিমা (Guru Purnima 2025)। গোটা দেশ জুড়ে পালিত হবে এই গুরু পূর্ণিমা। হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের মানুষরা এই গুরু পূর্ণিমা পালন করেন। জীবনের যাঁরা গুরু, তাঁদের প্রতি সম্মান জানানো হয় এই দিনে। জীবনের গুরুদের সঙ্গে সম্মান জানানোর উৎসবের নামই আদতে গুরু পূর্ণিমা। অত্যন্ত নিষ্ঠা সহকারে এই দিনটি পালন করা হয়। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই গুরু পূর্ণিমা।

গুরু পূর্ণিমার তাৎপর্য ঠিক কতটা

আগামী ১০ জুলাই দেশ জুড়ে পালিত হবে গুরু পূর্ণিমা। ১০ জুলাই শুরু হবে গুরু পূর্ণিমার উৎসব। শেষ হবে ১১ জুলাই।

আধ্যাত্মিক এবং ব্যক্তিগত জীবনের পথপ্রদর্শক হিসেবে শিক্ষকদের এই দিনে প্রণাম জানানো হয়। গুরু পূর্ণিমা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। জীবনে জ্ঞান এবং প্রজ্ঞাকে যাঁরা তরান্বিত করেন, সেই শিক্ষকদের সম্মান জানানো হয় এই গুরু পূর্ণিমায়।

গুরু পূর্ণিমার দিন পুজো, মন্ত্র উচ্চারণের মাধ্যমে গুরুদের শ্রদ্ধা জানানো হয়। এই দিনে কেউ কেউ উপোস করে থেকে গুরু পূর্ণিমা পালন করেন। কেউ কেউ আবার এই দিনে সতীর পুজো করেন। সবকিছু মিলিয়ে বিভিন্ন ধর্মের মধ্যেই গুরু পূর্ণিমার তাৎপর্য অপরিসীম।

গুরু পূর্ণিমার দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মদিন হিসেবেও পালিত হয়। তিনি বেদ, মহাভারত এবং পুরাণের রচয়িতা। সেই সঙ্গে মহর্ষি বেদব্যাসকে গুরু-শিষ্য পরম্পরার একজন প্রতীক হিসেবেও বর্ণনা করা হয়।

গুরু পূর্ণিমার সময়সূচি

গুরু পূর্ণিমার তিথি শুরু হচ্ছে ১০ জুলাই গাত ১.৩৬ মিনিট থেকে।

গুরু পূর্ণিমার তিথি শেষ হচ্ছে ১১ জুলাই রাত ২.০৬ মিনিট নাগাদ।

জুলাই সন্ধে ৭.১৯ মিনিটে আকাশে চাঁদ ওটার সময়সূচি বলে জানা যাচ্ছে।