সুরাট: নবরাত্রি উৎসবের জন্য গুজরাটে গারবা (Garba) নাচের প্রস্তুতি চলছে। নবরাত্রি উৎসব (Navratri festival) শুরু হতে হাতেগোনা মাত্র আর কয়েকটি দিন। নবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। এটি বছরে দুবার পালিত হয়। বছরের প্রথম নবরাত্রি (Navratri) উদযান হয় মার্চ-এপ্রিল মাসে, এটি চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি নামে পরিচিত। দ্বিতীয় নবরাত্রি সেপ্টেম্বর-অক্টোবর মাসে। এটিকে শারদ নবরাত্রি বলা হয়। নয় দিনব্যাপী উৎসব এই সময়ে দেবী দুর্গার নয়টি অবতারকে উৎসর্গ করা হয়। আর এই নবরাত্রি উদযাপনের জন্য সুরাটে পুরোদমে চলছে গারবা অনুশীলন (Garba Rehearsals)।
দেখুন ভিডিও
VIDEO | Locals in Surat, Gujarat participate in Garba rehearsals as part of preparations for upcoming Navratri festival. pic.twitter.com/D0ALZEuluE
— Press Trust of India (@PTI_News) October 4, 2023
নবরাত্রি দেশের বেশিরভাগ অঞ্চলে অত্যন্ত উৎসাহ ও ভক্তির সঙ্গে পালন হয়। এই বছর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে ১৫ অক্টোবর, শেষ হবে ২৪ অক্টোবর।