কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদে শুরু হয় গুজরাটি নববর্ষ। সাধারণত এই দিনেই পালিত হয় ঐতিহ্যবাহী গোবর্ধন পূজা। আজ (২৬অক্টোবর, ২০২২ বুধবার)সারা দেশে গোবর্ধন পূজার পাশাপাশি গুজরাটি সম্প্রদায়ের মানুষ পালন করছে তাদের নববর্ষ।
নববর্ষের সকালে সকল গুজরাটী সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন-
সমস্ত গুজরাতিদের আন্তরিক নববর্ষের শুভেচ্ছা...!!আজ থেকে শুরু হওয়া নতুন বছর যেন আপনার জীবনকে আলোকিত করে এবং আপনাকে অগ্রগতির পথে নিয়ে যায়.... নতুন সংকল্প, নতুন অনুপ্রেরণা এবং নতুন লক্ষ্যের সাথে গুজরাট সর্বদা কৃতিত্বের উচ্চতায় উঠুক এই আকাঙ্খা নিয়ে জানাই শুভ নববর্ষ
સૌ ગુજરાતીઓને નવા વર્ષની અંતઃકરણપૂર્વકની શુભેચ્છાઓ…!!
આજથી શરૂ થતુ નવું વર્ષ આપના જીવનને પ્રકાશમય કરી પ્રગતિના પંથે દોરી જાય….નવા સંકલ્પો, નવી પ્રેરણાઓ તથા નવા લક્ષ્યો સાથે ગુજરાત હરહંમેશ સિદ્ધિના ઉચ્ચ સોપાનો સર કરે તેવી અભિલાષા સાથે નૂતન વર્ષાભિનંદન...
— Narendra Modi (@narendramodi) October 26, 2022
নতুন বছরের প্রথম দিন উপলক্ষে গান্ধীনগরের পঞ্চদেব মন্দিরে সকালে প্রার্থনা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
Gujarat CM Bhupendra Patel offers prayers at Gandhinagar's Panchdev Mandir to mark the first day of the Gujarati new year. pic.twitter.com/yqDlGRrd8b
— ANI (@ANI) October 26, 2022
গুজরাটি নববর্ষ উপলক্ষে ভক্তরা আজ ভাদোদরায় শ্রী স্বামীনারায়ণ মন্দিরের প্রার্থনায় অংশগ্রহন করেছেন। ঐতিহ্যবাহী 'অন্নকুট'-এর অংশ হিসেবে দেবতাকে দেওয়া হয়েছে ৭০০টি বিভিন্ন ধরনের 'ভোগ'।দেখুন সেই ছবি-
Gujarat | Devotees offered prayers at BAPS Shri Swaminarayan Mandir in Vadodara today on the occasion of #GujaratiNewYear. The deity was offered 700 different types of 'bhog' as a part of the traditional 'Annakut'. pic.twitter.com/zgII3ZvqCe
— ANI (@ANI) October 26, 2022