কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদে শুরু হয় গুজরাটি নববর্ষ। সাধারণত এই দিনেই পালিত হয় ঐতিহ্যবাহী গোবর্ধন পূজা। আজ (২৬অক্টোবর, ২০২২ বুধবার)সারা দেশে গোবর্ধন পূজার পাশাপাশি গুজরাটি সম্প্রদায়ের মানুষ পালন করছে  তাদের  নববর্ষ।

নববর্ষের সকালে সকল গুজরাটী সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন-

সমস্ত গুজরাতিদের আন্তরিক নববর্ষের শুভেচ্ছা...!!আজ থেকে শুরু হওয়া নতুন বছর যেন আপনার জীবনকে আলোকিত করে এবং আপনাকে অগ্রগতির পথে নিয়ে যায়.... নতুন সংকল্প, নতুন অনুপ্রেরণা এবং নতুন লক্ষ্যের সাথে গুজরাট সর্বদা কৃতিত্বের উচ্চতায় উঠুক এই আকাঙ্খা নিয়ে জানাই  শুভ নববর্ষ

নতুন বছরের প্রথম দিন উপলক্ষে গান্ধীনগরের পঞ্চদেব মন্দিরে সকালে প্রার্থনা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

গুজরাটি নববর্ষ উপলক্ষে ভক্তরা আজ ভাদোদরায় শ্রী স্বামীনারায়ণ মন্দিরের প্রার্থনায়  অংশগ্রহন করেছেন। ঐতিহ্যবাহী 'অন্নকুট'-এর অংশ হিসেবে দেবতাকে দেওয়া হয়েছে ৭০০টি বিভিন্ন ধরনের 'ভোগ'।দেখুন সেই ছবি-