শুরু হয়ে গিয়েছে নতুন বছরের ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মানেই যেন ভালোবাসার মাস। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু ভালোবাসার সপ্তাহ বা ভ্যালেন্টাইনস উইক (Valentine's Week)। ৭ ফেব্রুয়ারি, বুধবার গোলাপ দিবস (Rose Day), ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রস্তাব দিবস (Propose Day)। ৯ ফেব্রুয়ারি, শুক্রবার চকোলেট ডে (Chocolate Day), ১০ ফেব্রুয়ারি, শনিবার টেডি ডে (Teddy Day), ১১ ফেব্রুয়ারি, রবিবার প্রতিজ্ঞা দিবস (Promise Day) । ১২ ফেব্রুয়ারি, সোমবার আলিঙ্গন দিবস (Hug Day), যা ভ্যালেন্টাইনস সপ্তাহের ষষ্ঠ দিন।

মুন্নাভাইয়ের সেই 'জাদু কি ঝাপ্পি'-র কথা মনে আছে তো। এক মুহূর্তে সব দুঃখ, কষ্ট ভ্যানিশ করে দিতে পারে 'জাদু কি ঝাপ্পি'। শুধু ছবিতে নয়, বাস্তব জীবনেও এমনই জাদু করতে পারে একটা ছোট্ট আলিঙ্গন। জীবনের বিভিন্ন সমস্যার মধ্যে বন্ধু বা প্রিয় মানুষ বা পরিবারের কাছের কেউ একবার আলিঙ্গন করলে যেকোনও কষ্ট, দুঃখ এক নিমিষে ভুলে যাওয়া যায়।

কাছের মানুষ বা সঙ্গী যদি কাছে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে, নিমেষে সব উজ্জ্বল হয়ে যেতে পারে। সারা দিনের কাজের ক্লান্তি দূর করে দিতে পারে একটি আলিঙ্গন। ভ্যালেন্টাইনস সপ্তাহের অন্যান্য দিনগুলির মধ্যে অনেকের কাছেই হয়তো আলিঙ্গন দিবস সবচেয়ে গুরুত্বপূর্ণ। একে অপরকে উষ্ণ আলিঙ্গনে বেঁধে নিয়ে ভালোবাসা আলাদাই আনন্দ দেয়। তাই স্নেহ প্রকাশের এমন একটি দিন হাতছাড়া করবেন না কেউ।