ভারত-চিন (Indian-Chinese)-এর জনপ্রিয় ‘গোবি মাঞ্চুরিয়ান’ (Gobi Manchurian) অনেকেরই প্রিয় খাবার। সসে ডুবিয়ে মসলাযুক্ত ফুলকপির ফুল দিয়ে তৈরি খাবারটি গোয়ার নিষিদ্ধ করা হয়েছে। 'গোবি মাঞ্চুরিয়ান' ভারত জুড়ে নিরামিষাশীদের সহজলভ্য ও সুস্বাদু একটি খাবার, টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, খাবারটি এখন স্টল এবং ভোজে নিষিদ্ধ করা হয়েছে। এটি নিষিদ্ধ করার কারণ ব্যখ্যা করা হয়েছে, খাবারটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কৃত্রিম রঙ ও খারাপ মানের সস মশলা দিয়ে ব্যবহার করা খাবারটি মানুষের স্বাস্থ্যের ক্ষতিকর।
মাপুসা মিউনিসিপ্যাল কাউন্সিল (Mapusa Municipal Council)-এর চেয়ারপার্সন প্রিয়া মিশ্র বলেন, অস্বাস্থ্যকর এবং সিন্থেটিক রঙের ব্যবহারের কারণে খাবারটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।