পূর্ব নির্ধারিত ঘোষণা মত আজ সকালে ভক্তদের জন্য খুলে গেল উত্তরাখণ্ডের পবিত্র কেদারনাথ মন্দিরের দরজা। আজ (২ মে, ২০২৫) সকাল ৭ টায় উত্তরাখণ্ডের (CM Pushkar Singh Dhami) র উপস্থিতিতে ভক্তদের জন্য চারধাম যাত্রার অংশ হিসাবে কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয়েছে। মন্দিরের দরজা খোলার আগে উখিমঠের ওঁমকারেশ্বর মন্দির থেকে ভগবান কেদারনাথের পঞ্চমুখী (পাঁচমুখী) মূর্তি আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী পঞ্চ-স্নান সম্পন্ন করে সজ্জিত পালকিতে করে স্থাপন করা হয়েছিল। প্রতিবারের মত সেই শোভাযাত্রায় মন্দির কতৃপক্ষ ছাড়াও স্থানীয়দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
#WATCH | Uttarakhand: Portals of Shri Kedarnath Dham open for the devotees from today; CM Pushkar Singh Dhami also present here on the occasion.
A band of the Indian Army's Garhwal Rifles played devotional tunes on the occasion. pic.twitter.com/QkBZAG3Jc7
— ANI (@ANI) May 2, 2025
দেবতার দর্শনে ভক্তদের স্বাগত জানাতে কেদারনাথ ধাম মন্দির প্রাঙ্গণটি প্রায় ১৩ কুইন্টাল গাঁদা এবং হিমালয় ফুল দিয়ে সাজানো হয়েছে। ২০২৫ সালের চারধাম যাত্রার জন্য একটি ঐশ্বরিক এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করতে এবং দর্শনার্থীদের আধ্যাত্মিক অভিজ্ঞতা বৃদ্ধির জন্য গর্ভগৃহ এবং আশেপাশের এলাকাগুলি যত্ন সহকারে পরিষ্কার এবং অলঙ্কৃত করা হয়েছে উত্তরাখণ্ড প্রশাসনের তরফে।
সাজসজ্জার পাশাপাশি তীর্থযাত্রীদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনার পরিপ্রেক্ষিতে, নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। উত্তরাখণ্ডের পুলিশের ডিজি দীপম শেঠ যাত্রাপথ এবং মন্দির প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের তদারকি করছেন। ভিড়ের গতিবিধি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা সহ নজরদারি ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এছাড়া মন্দির প্রাঙ্গণের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা,আচার-অনুষ্ঠানের পবিত্রতা রক্ষা করা এবং ছবি তোলার কারণে অতিরিক্ত ভিড় এড়াতে কর্তৃপক্ষ ভিডিও রেকর্ডিং এবং রিল করাও নিষিদ্ধ করেছে।
এবছর দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে টোকেন পদ্ধতি চালু করা হয়েছে। সেই টোকেনের লাইনে ভিড় জমাচ্ছেন আগতরা। জানা গেছে, সঙ্গমে ১০ টি কাউন্টার থেকে টোকেন বিলি করা হবে। সেই টোকেনেই লেখা থাকবে কোন সময় দর্শন করা যাবে।এই টোকেন ব্যবস্থার ফলে এক ঘণ্টায় কমবেশি ১৪০০ জন দেবতার দর্শন করতে পারবেন। এই টোকেন সিস্টেম চালু হওয়ার কারণে ভক্তদের আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। নির্দিষ্ট টাইম অনুযায়ী মন্দিরের কাছে গেলেই হবে।
#WATCH | Uttarakhand CM Pushkar Singh Dhami arrives at Shri Kedarnath Dham ahead of the portals' opening of the dham pic.twitter.com/zn7wFaI8XR
— ANI (@ANI) May 2, 2025