Dalai Lama In Mahabodhi Temple: বিহারের মহাবোধি মন্দিরে পুজো দিলেন তিব্বতীয় ধর্মগুরু দলাই লামা
উত্তরবঙ্গ সফর শেষ করে বিহারে গিয়ে বোধগয়ার মহাবোধি মন্দিরে পুজো দিলেন তিব্বতীয় আধ্যাত্মিক গুরু দলাই লামা।
বোধগয়া: উত্তরবঙ্গ সফর শেষ করে বিহারে (Bihar) গিয়ে বোধগয়ার (Bodh Gaya) মহাবোধি মন্দিরে (Mahabodhi Temple) পুজো দিলেন তিব্বতীয় আধ্যাত্মিক গুরু দলাই লামা (Tibetan spiritual leader Dalai Lama)। শনিবার মহাবোধি মন্দিরের অভ্যন্তরে বুদ্ধের মূর্তির (statue of Buddha) সামনে প্রার্থনা করে প্রতিকূলতা কাটিয়ে ওঠার আর্শীবাদ চান তিনি। আরও পড়ুন: Delhi Police: দিল্লিতে খোঁজ মিলল জাল ওষুধ কারখানার, গ্রেফতার মালিক
পুজো ও প্রার্থনা সম্পূর্ণ হওয়ার পর মন্দির থেকে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলাই লামা বলেন, "পবিত্র এই স্থানে এসে বুদ্ধের এই বিশেষ মূর্তির সামনে প্রার্থনা করতে পারাটা আমি অনেক সম্মানের বলে মনে করছি। আজকের দিনে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু সংক্রান্ত সমস্যা খুবই জটিল হয়ে উঠছে। আমরা খুবই ভাগ্যবান যে এই অসুবিধাগুলি কাটিয়ে ওঠার জন্য আমরা ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করার সুযোগ পেয়েছি। এই স্থানের শক্তি ও মাহাত্ম্যের জন্য আমাদের প্রার্থনা আরও কার্যকারী হয়ে উঠেছে, এটা ভালো।"
শুক্রবার উত্তরবঙ্গের সালুগারার সেড-গিউয়েড মঠে (Sed-Gyued monastery) শিক্ষামূলক অনুষ্ঠানে নেতৃত্ব দেন দলাই লামা। তারপর বাগডোগরা (Bagdogra) থেকে গয়ায় (Gaya) উড়ে যান। বোধগয়ায় পৌঁছানোর পর তাঁকে সেখানকার প্রধান তিব্বতি মঠ গাদেন ফেলগেইলিং (Gaden Phelgyeling)-এ একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাগত জানানো হয়। এরপর শনিবার দলাই লামা গাডেন ফেলগেইলিং-এর মন্দির হল পরিদর্শন করেন, যেখানে তিনি বুদ্ধের মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মন্দিরটি মূলত ১৯৩৮ সালে নগাওয়াং সামটেন নামে একজন লাদাখি লামার দ্বারা নির্মিত হয়েছিল। তিব্বতে ফিরে এসে তিনি তিব্বত সরকারের কাছে তা গ্রহণ করার প্রস্তাব দেন। ১৯৫১ সালে, ধরদো রিনপোচেকে অ্যাবট নিযুক্ত করা হয়েছিল এবং তাঁর তত্ত্বাবধানে ১৯৫২ সালে সন্ন্যাসীদের জন্য কোয়ার্টার তৈরি করা হয়েছিল। সেই সময়ই দলাই লামা মঠটির নাম দিয়েছিলেন গ্যাডেন ফেলগিয়েলিং। ১৯৬৫ সালে যখন তিনি গাদেন ত্রিপা নিযুক্ত হন তখন লিং রিনপোচেও এই মঠের অ্যাবট হন। আরও পড়ুন: State Mourning For Kuwait Emir: কুয়েতের আমির-এর মৃত্যুতে রবিবার রাষ্ট্রীয় শোক পালন করবে ভারত, জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত