Glass Medha in Odisha Durga Puja

ওড়িশা: দুর্গাপুজোর আর এক মাসও দেরি নেই। সমস্ত দুর্গা পুজো কমিটির প্রস্তুতি চলছে পুরোদমে। তবে এই বছর কটকের দুর্গা পুজোয় (Durga Puja) অন্যরকম চমক দেখা যাবে। কটক সিলভার ফিলিগ্রির কাজের জন্য বিখ্যাত। এইবছর কাঁচের টুকরো দিয়ে বিশেষভাবে সেজে উঠছে কটকের দুর্গা পুজো মণ্ডপ।

রিপোর্ট অনুযায়ী, এই বছরের দুর্গাপূজায় রৌসপত্ন পূজা কমিটির ‘গ্লাস মেধা’ হবে ওড়িশার প্রথম ‘গ্লাস মেধা’। গত চার মাস ধরে কারিগররা এই বিশেষ মেধের প্রস্তুতি চালাচ্ছে। কাঁচের টুকরো দিয়ে এই সুন্দর নকশা তৈরি করা হচ্ছে। রৌসপত্ন পূজা কমিটির সদস্যরা জানিয়েছেন, এই বিশেষ মেধা তৈরিতে মোট ৩০০ কেজি কাছ ব্যবহার করা হচ্ছে। এই বছর তাদের ১২৭তম দুর্গাপূজা উদযাপন করবে এই বিশেষ কাঁচের নকশা দিয়ে। আরও পড়ুন : Durga Puja 2023: কলকাতায় খাঁটি সোনায় মা দুর্গার মুখ আঁকলেন শিল্পী শুভ্রা চন্দ (দেখুন সেই ভিডিও)

প্রধান কারিগর প্রহল্লাদ সেন বলেন, “আমি গত ২০-২৫ বছর ধরে কাচের কাজ করছি। এর আগে, আমি ভগবান গণেশের একটি ছোট কাঁচের মেধা তৈরি করেছিলাম।সেটি খুব আকর্ষণীয় হয়েছিল এবং অনেকে প্রশংসা করেছিল। রৌসপত্ন পূজা কমিটির সদস্যরা আমাকে কাঁচ দিয়ে দেবী দুর্গার একটি মেধা তৈরি করার অনুরোধ করেন। এটি বেশ কঠিন এবং সময়সাপেক্ষ কাজ। দেবী দুর্গার আশীর্বাদ এবং কমিটির সদস্যদের সহায়তায় কাজটি সুষ্ঠুভাবে চলছে।”

পূজা কমিটির সেক্রেটারি জ্যোতিষন্দ্র দাস বলেন, ‘আমাদের এলাকার যুবকরা ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিয়েছিল। এটি ওড়িশায় এবার বিশেষ চমক।