১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর, এই দিনটি বাঙালি তথা ভারতবাসীর কাছে নিঃসন্দেহে একটি স্মরণীয় দিন। ১৩২ বছর আগে এই দিনেই বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্মসম্মেলনে বিবেকানন্দের ‘শিকাগো বক্তৃতা’ সাড়া ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। শ্রীরামকৃষ্ণের পরমপ্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বরের সেই সম্মেলনে ভারতবর্ষের একমাত্র প্রতিনিধি ছিলেন। তাঁর সেই বক্তৃতা আজও বাঙালিকে গর্বিত করে তোলে। ধর্ম নিয়ে হিংসা, হানাহানি, সাম্প্রদায়িক বিশ্বে বিবেকানন্দের সেই বাণী যেন এক নতুন যাত্রাপথকে সূচিত করেছিল। স্বামীজি বলেছিলেন, "হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাহার উত্তর দিবার জন্য উঠিতে গিয়া আমার হৃদয় অনিবর্চনীয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি আপনাদিগকে ধন্যবাদ দিতেছি।’

স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতাকে স্মরণ করে আজ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয় ১৮৯৩ সালে আমেরিকার শিকাগোতে স্বামী বিবেকানন্দের দেওয়া বিখ্যাত ভাষণটি দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

 

প্রধানমন্ত্রী তাঁর পোস্ট এ লেখেন, "১৮৯৩ সালের এই দিনে শিকাগোতে স্বামী বিবেকানন্দের দেওয়া ভাষণটি ব্যাপকভাবে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত। সম্প্রীতি এবং সর্বজনীন ভ্রাতৃত্বের উপর জোর দিয়ে, তিনি বিশ্ব মঞ্চে ভারতীয় সংস্কৃতির আদর্শ সম্পর্কে আবেগের সঙ্গে কথা বলেছিলেন। এটি সত্যিই আমাদের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং অনুপ্রেরণামূলক মুহূর্তগুলির মধ্যে একটি।"