রাত পোহালেই নববর্ষ।১৪২৯ পেরিয়ে ১৪৩০-কে স্বাগত জানানোর পালা। পয়লা বৈশাখ এই দিনটা বিশ্বজুড়ে বাঙালিদের কাছে এক আবেগের দিন। নতুন জামা কাপড় পড়ে ঘুরতে বেরোনো, দোকানিদের থেকে মিষ্টি ও ক্যালেন্ডার পাওয়ার আনন্দ এবং সবশেষে পাত পেড়ে চলে বাঙালি ভোজ। নতুন বর্ষ বরণের আনন্দ চেটেপুটে উপভোগ করেন সবাই। শনিবার ১৫ এপ্রিল বাংলা তথা গোটা দেশজুড়ে পালিত হবে পয়লা বৈশাখ। এই দিনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস। এই দিন গণেশ এবং লক্ষ্মীর আরাধনায় নতুন হালখাতা ধরেন ছোট থেকে বড় ব্যবসায়ীরা। ফুল, আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয় দোকান।
তাই সকলের আগেই লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) আপনাদের জন্য নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে নিন পরিবার ,পরিজন, বন্ধুবান্ধবের সঙ্গে।