সন্তানদের নিয়ে ঘরে ফিরছেন উমা। চার দিনের উৎসব শেষ। মন খারাপ সকলের। ঘরের মেয়ে ঘরে ফিরলে যেমন আনন্দ হয়। তেমনই চলে যাওয়ার সময় সবার চোখে জল আসে। বিজয়ার সকাল তাই অন্য চারদিনের মতো নয়। আবার এও ঠিক, এই দিন শুরু হয় এক বছরের অপেক্ষা। মিষ্টিমুখ, সিঁদুর খেলা, কোলাকুলি করে হাসিমুখ ধরে রাখার চেষ্টা চলে বিদায়বেলায়। গুরুজনদের প্রণাম, ছোটদের স্নেহের আশীর্বাদ ও ভালোবাসা জানানোর পাশাপাশি এখনঅনেকেই ভার্চুয়ালি শুভেচ্ছা জানান। আপনার প্রিয়জনদেরও পাঠাতে পারেন শুভেচ্ছা ও প্রণাম। এর জন্য বেছে নিতে পারেন পছন্দের শুভেচ্ছাবার্তা।