Sisters' Day 2021 Wishes: সিস্টার্স ডে'তে বোনকে স্নেহ, ভালোবাসা জানিয়ে পাঠিয়ে দিন এই শুভেচ্ছাপত্রগুলি
সিস্টার্স ডে (File Image)

Sisters' Day 2021 Wishes in Bengali: আজ বোন দিবস (Sisters' Day)। ভাইদের জন্য পালিত হয় ভ্রাতৃ দ্বিতীয়া, রাখি বন্ধন উৎসব। তবে বোনেদের জন্য ঘটা করে কোনও উৎসব পালন হয় না। তাই -হালফিলে বাঙালির ক্যালেন্ডারে ঢুকে পড়েছে সিস্টার্স ডে বা বোন দিবস। শৈশব থেকে খুনসুটি, হাসি, মজা, ঠাট্টা, আদর, সুখ দুঃখে ভাইদের ভাগীদার হয় বোন বা দিদি। স্নেহ মাখা অটুটু বন্ধনের সম্পর্ক হল ভাই-বোনের সম্পর্ক।

বাবা, মায়ের বকা ঝকা, মারের হাত থেকে বাঁচাতে দিদি বা বোনেদের গুরুত্ব কিন্তু অপরিসীম। যেকোনও বিপদের রক্ষক। ঝগড়া ঝাটি ভাবের সঙ্গী। প্রতিটা জিনিসে ভাগাভাগি আর সেই থেকে ঝগড়ার সঙ্গী হন দিদি বা বোনেরা। ১ অগাস্ট পালিত হয় সিস্টার ডে। এই দিনটিতে আপনার দিদি বা বোনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানান। আর সিস্টার্স ডে'তে শেয়ার করে নিন (Sisters' Day 2021) লেটেস্টলি বাংলার (LatestLY Bangla)  বানানো এই শুভেচ্ছাপত্রগুলি।

কোথায় থাকিস সেটা বড় কথা না, যেখানেই থাকিস সবসময় পাশে থাকব/ হ্যাপি সিস্টার ডে
আমাদের বন্ধন এমনই অটুট থাকুক/ হ্যাপি সিস্টার্স ডে
বন্ধুরা আসে যায়, কিন্তু বোনের মতো বন্ধু আর কোথায় হয়/ হ্যাপি সিস্টার্স ডে
হ্যাপি সিস্টার্স ডে দিদি
ঝগড়া ঝাটি রাগ, মারা-মারি ভাগ/ তবুও বন্ধন অটুট/ হ্যাপি সিস্টার্স ডHappy

নিষ্পাপ এই সম্পর্ককে বিশেষ করে তোলার জন্য সিস্টার্স ডে'র থেকে বড় কোনও দিন ভাইয়েরা কিংবা দাদারা পাবে না। তাই ভাইফোঁটা বা রাখিবন্ধন উৎসব হলে একটা দিন দিদি বা বোনেদের জন্য কেন নয়?