শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিটি শ্রাবণ পূর্ণিমা নামে পরিচিত।পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে ৮ অগস্ট দুপুর ২টো ১২ মিনিট থেকে ও সমাপ্ত হবে ৯ অগস্ট দুপুর ১টা ২৪ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী ৯ অগস্ট শ্রাবণ পূর্ণিমা পালিত হবে।

এই তিথির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। শিবের প্রিয় মাসে এই পূর্ণিমা থাকায় শিব পুজোর জন্য দিনটি বিশেষ। অন্য দিকে এই তিথিতেই হয়গ্রীব অবতার নিয়ে বেদের রক্ষা করেছিলেন বিষ্ণু। এই তিথিতেই আবার রাখি বন্ধন উৎসব পালিত হয়। শ্রাবণ পূর্ণিমায় স্নান, দানের পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। আজকের এই পুণ্য দিনে  একে অপরকে শেয়ার করুন শুভেচ্ছা বার্তা-