রমজান মাসের শেষ শুক্রবারকেই বলা হচ্ছে জমাত-উল-বিদা (Jamat ul-Vida 2022) বা বিদায়ী জুম্মা। আগামী কাল ২৯ এপ্রিল রমজানের বিদায়ী জুম্মা। ইসলামে সমস্ত শুক্রবার পবিত্র দিন হিসেবে গন্য হয়। তবে রমজানের শেষ জুম্মা হল, পবিত্রতম দিন। এই বিদায়ী জুম্মার গোটা দিনটি বরকতের দিন। দোয়া কবুলের দিন। এই বিদায়ী জুম্মা বা পবিত্র জমাত-উল-বিদা উপলক্ষে LatestLY বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে বিদায়ী জুম্মা শুভেচ্ছা, শুভেচ্ছা বার্তা এবং ছবি। চলুন দেখে নেওয়া যাক-






