Shani Dev: হিন্দু ধর্ম মতে শনিদেব (Shani Dev Upay) যদি তুষ্ট থাকেন, তাহলে আপনার জীবনের ছন্দ থাকবে নিরবিচ্ছিন্ন। অর্থাৎ জীবনকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে শনিদেবের সুদৃষ্টি আপনার জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। শনিদেব তুষ্ট থাকলে চাকরি থেকে বাড়ি, সব জায়গাতেই আপনি সাফল্য পাবেন। এমন মনে করা হয়।

আরও পড়ুন: Shani Dev Upay: শনিদেবকে তুষ্ট করুন, দান করুন সরষের তেল, জীবনে সাফল্য আসবে তরতরিয়ে

শনিদেবকে তুষ্ট করতে শনিবার কী কী করতে হবে, দেখুন সেই তালিকা...

শনিবার ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার, পরিচ্ছন্ন হয়ে নিন। এরপর মন্দিরে গিয়ে বড় ঠাকুরের পুজো করুন। শনি মহারাজের পুজোর সময় শনি স্রোস্ত্র বলতে ভুলবেন না যেন।

মনে করা হয়, শনিদেব হলেন ন্যায়ের দেবতা। তাই শনিদেবের সুদৃষ্টি নিজের এবং পরিবারের উপর বজায় রাখতে জীবনে সুনির্দিষ্ট গতিতে পরিচালনা করুন। জীবনে সঠিকভাবে চলুন। কারও সঙ্গে জালিয়াতি করবেন না।

শনিদেবকে তুষ্ট করতে দান, ধ্যান করুন। শনিবার করে সরষের তেল, তিলের তেল দান করুন। এতে ভাল ফল পাবেন।

সরষের তেল, তিলের তেল জ্বালান শনি মহারাজের মন্দিরে। মনে করা হয়, সরষের তেল এবং তিলের তেল ভগবানের সামনে জ্বালালে শনিদেব খুশি হন।

জীবন থেকে অসৎ কর্ম সব বাদ দিন। কোনও খারাপ কাজ করবেন না। মদ্যপানকে বিদায় জানান জীবন থেকে। মদ্যপান থেকে আমিষ খাবার, সব বাদ দিন জীবন থেকে। শনিদেবের কুদৃষ্টি এড়াতে বট গাছের নীচে দুধ দান করুন। মিষ্টি দিয়ে পুজো দিন।

শনিদেবের পাশাপাশি প্রত্যেক শনিবার হনুমান চালিশা পাঠ করুন। হনুমান চালিশা পাঠ করলে, শনিদেবের সুদৃষ্টি আপনার উপর পড়বে।

জীবন থেকে মহাদষা কাটাতে অশ্বত্থ গাছের পুজো করুন। অশ্বত্থ গাছের চারপাশে প্রদক্ষিণ করুন জীবন থেকে মহাদষা কাটাতে।