Shani Dev Upay: দীপাবলির (Diwali 2025) আগে ১১ অক্টোবর পড়েছে একটি বিশেষ দিন। ১১ অক্টোবর শনিবার (Shani Dev Upay)। আর এইদিন নির্দিষ্ট কোনও ব্রত বা উপবাসের কথা বলা নেই। তবে শনিদেবকে তুষ্ট করার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবেই ধরা হয় কার্তিক মাসের এই পঞ্চমী তিথিতে। এই দিন শনিদেবকে তুষ্ট করলে, তার ফল মেলে বলে মনে করা হয়।
হিন্দু শাস্ত্র মতে, শনিদেবকে (Shani Dev) ন্যায়ের দেবতা হিসেবে মনে করা হয়। তাই শনিবারে যদি বড় ঠাকুরকে তুষ্ট করা যায়, তাহলে তার ফল মেলে।
আরও পড়ুন: Dhanteras 2025: ধনতেরাসে ধনবর্ষা, কোন দেবতার পুজোয় বদলে যাবে ভাগ্য
শনিবার বড় ঠাকুরের পুজো করতে হলে কী কী নিয়ম মানতে হয়...
স্নানের পর ঠাকুর ঘর বা মন্দিরে প্রবেশ করে শনিদেবের মূর্তিকে জল দিয়ে অভিষেক করাতে হবে। কালো পোশাক, কালো তিল, কালো ডাল এবং সরষের তেল অর্পণ করতে হবে। এরপর শনি ঠাকুরের সামনে সরষের তেলের একটি প্রদীপ জ্বালান।
শনিদেবের সামনে সরষের তেলের প্রদীপ জ্বালানোর পর ফুল নিবেদন করুন। ভাল করে পুজো করুন। তেল, ফুল নিবেদনের পর, শনি স্তোত্র পাঠ করুন বা শনির পাঁচালি পড়ুন।এরপর হনুমান চালিশা পাঠ করতে ভুলবেন না।
শনি স্তোত্র পাঠ করুন এবং 'শম শনৈশ্চর্য নমঃ' এবং 'সূর্য পুত্রায় নমঃ' মন্ত্র জপ করুন।
হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, শনি মহারাজ অশ্বত্থ গাছে থাকেন। তাই প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নীচে একটি সরষের তেলের প্রদীপ জ্বালান। এতে শুভ ফল পাবেন। সরষের তেলের প্রদীপ জ্বালানোর পাশাপাশি শনিবার করে সরষের তেল দান করতে পারেন। এতেও শনিদেব খুশি হন বলে মনে করা হয়।