
Shaheed Diwas 2022 Messages In Bengali: আজ শহিদ দিবস (Shaheed Diwas 2022) এই বিশেষ দিনে পঞ্জাবের খাটকর কালান অর্থাৎ ভগৎ সিংয়ের গ্রামে গিয়ে এই বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাজ্যবাসীকে আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান। এই বিশেষ দিনে দেশ মাতৃকার টানে ইংরেজ শাসকের বিচারে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছিলেন বীর স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সুখদেব থাপ্পার ও শিবরাম রাজগুরু। স্বাধীনতার ৭৩ বছর পরেও যেন আত্মবলিদান অমর করে রেখেছে তিন বীর বিপ্লবীকে। তাঁদের স্মৃতিতেই ২৩ মার্চ দিনটি শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।এই বিশেষ দিনে প্রিয়জনকে শেয়ার করুন LatestLY বাংলার শ্রদ্ধাঞ্জলি কার্ড।


