Shaban Mubarak 2024 (Photo Credits: File Photo)

Shaban Mubarak 2024: চান্দ্রবর্ষের অষ্টম মাস হল শাবান। শাবান মাস ইসলাম ধর্মে বিশেষ মর্যাদাপূর্ণ। শাবান মাসের পূর্ণ নাম হলো ‘আশ শাবানুল মুআজজম’। যার অর্থ—মহান শাবান মাস। পবিত্র রজব মাস শেষ হওয়ার পর আকাশে বাতাসে শাবান মাসের আগমন বার্তার গুঞ্জন শোনা যায়। যেহেতু এই মাসটি রজব ও রমজানের মধ্যবর্তী, তাই এই মহিমান্বিত মাসকে শাবান নামে নামকরণ করা হয়। আবার যেহেতু শাবান মাসের আগের মাস রজব মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ হওয়ার কারণে আরব্য বেদুইনদের ঐ সময়ে ঘরে বসে সময় অতিবাহিত করতে হতো। আর শাবান মাসের পরের মাস রমজান ছিল প্রচণ্ড উষ্ণতায় ভরা। অসহ্য গরমের কারণে রমজানেও তারা ঘর থেকে বের হতে পারত না। মধ্যখানের এই মাসটিই ছিল তাদের জন্য জীবিকা উপার্জনের উপযুক্ত সময়। তাই তারা এই সময়ে জীবিকার সন্ধানে চারিদিকে ছড়িয়ে পড়ত। এজন্য মাসটির নামকরণ করা হয়েছে শাবান।

শাবান মাস একদিকে যেমন মুসলিম স্বাতন্ত্র্য ও ইসলামি ঐক্যের মাস। অন্যদিকে তেমনি কাবাকেন্দ্রিক মুসলিম জাতীয়তা ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হওয়ার মাস। এই মাসের অতি গুরুত্বের কারণেই মহানবি হজরত মুহাম্মদ শাবানকে নিজের মাস বলে অভিহিত করেছেন। ১৪ শাবান দিবাগত ১৫ তারিখের রাতকে ‘শবে বরাত’ বলা হয়। এ রাতে ইবাদত করা ও দিনে রোজা রাখা সুন্নত। এই বিশেষ দিনে আপনজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার শুভেচ্ছা বার্তা। আর উদযাপন করুণ শাবান মাস।

Shaban Mubarak 2024 Image Quotes (Photo Credits: File Photo)
Shaban Mubarak 2024 Image Quotes (Photo Credits: File Photo)
Shaban Mubarak 2024 Image Quotes (Photo Credits: File Photo)
Shaban Mubarak 2024 Image Quotes (Photo Credits: File Photo)
Shaban Mubarak 2024 Image Quotes (Photo Credits: File Photo)