ইসলামি ক্যালেন্ডারের সপ্তম মাস হল রজব (Rajab) মাস। মুসলমানদের মতে, রজব মাসে জন্মগ্রহণ করেছিলেন চতুর্থ রাশিদুন খলিফা হজরত আলী (Hazarat Ali)। শাবান ও পবিত্র রমজান মাসের আগে আসে এই মাস। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী এই মাসে মুসলমান সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু দিন থাকায় যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাঁরা এই মাসকে মনে করেন পুণ্য অর্জনের মাস।

সেই পুণ্য মাসেরই পবিত্র দিন আজ (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পালন করা হবে পবিত্র শব-ই-মেরাজ (Shab-e-Miraj)। পবিত্র কোরান তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে এদিনটি পালন করবেন মুসলমানরা। সারা বিশ্বের মুসলমানদের মধ্যে 'দ্য নাইট জার্নি' (The Night Journey) নামেও পরিচিত এই পবিত্র শব-ই-মেরাজ।

পবিত্র দিনে লেটেস্টলি বাংলার তরফ থেকে রইল শব-ই-মেরাজ এর শুভেচ্ছা বার্তা।

Shab-e-Meeraj bengali Wishes Photo Credit: File Photo
Shab-e-Meeraj bengali Wishes Photo Credit: File Photo
Shab-e-Meeraj bengali Wishes Photo Credit: File Photo
Shab-e-Meeraj bengali Wishes Photo Credit: File Photo
Shab-e-Meeraj bengali Wishes Photo Credit: File Photo