দৈনিক রাশিফল। (File Image)

১৯ সেপ্টেম্বর, ২০২০: আজ শনিবার। কতটা ভালো কাটবে আজকের দিন? বছরের শেষ কয়েকটা দিনের মধ্যে আজ দিনটা কেমন যাবে? আজ নতুন কি ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ: মেষ (Aries) রাশির জাতক জাতিকা জাতিকাদের প্রভাবে আজ খরচের সাথে ঋণের পরিমাণ বাড়তে পারে। চেষ্টা করুন সঞ্চয়ের ব্যাপারে মনোনিবেশ করার। ব্যবসায় ভাল লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিন কিছুটা ভাল কাটার সম্ভাবনা রয়েছে।

বৃষ: বৃষ (Taurus) রাশির জাতক জাতিকা আজ নতুন কিছু শিখতে পারবেন। আপনার শেখা জ্ঞান কাজে লাগিয়ে আজ সত্যি খুব ভাল লাভ করতে পারবেন। পাওনা টাকা ফেরত পাওয়া, আটকে থাকা কাজে গতি ফিরে আসা অথবা ঋণের শোধ করা ইত্যাদি আজ চন্দ্রের আশীর্বাদে হতে পারে।

মিথুন: মিথুন (Gemini) রাশির জাতক জাতিকা অমীমাংসিত কিছু সমস্যার মীমাংসায় আজ চন্দ্রের আশীর্বাদ পাবেন। বিশেষ করে জমি বা সম্পত্তি সংক্রান্ত মামলায় আজকের দিন আপনার জন্যে বিশেষ অনুকূল হতে পারে।

কর্কট: কর্কট (Cancer) রাশির জাতক জাতিকা ভাই বোনের সাথে কাজের ব্যাপারে সহযোগিতা আদান প্রদানের সাথে আপনারা কোন খুশির খবরও শেয়ার করতে পারেন। ব্যবসার কাজ নিয়ে সন্তুষ্ট বোধ করবেন।

সিং: সিংহ রাশির (Leo) জাতক জাতিকা নৈতিক মূল্যের সাথে কর্তব্য পালনের ব্যাপারে আজ সচেষ্ট হবেন। আজকের দিন আপনার জন্যে যথেষ্ট ভাল কাটবে। ইনকাম বৃদ্ধির কোন উপায় আজ সামনে আসতে পারে।

কন্যা: কন্যা (Virgo) রাশির জাতক জাতিকাদের চন্দ্রের আশীর্বাদে আজ আত্মসম্মান ও আত্মবিশ্বাসের বৃদ্ধি ঘটবে। যার বলে আপনি যে কোন কাজে সাফল্য লাভ করতে পারেন। চন্দ্রের আশীর্বাদে আজ আপনি উৎসাহ ও উদ্দীপনার সাথে ব্যবসা বা চাকরিতে সব কাজ করার সুযোগ পাবেন এবং সফল হবেন।

তুলা: তুলা (Libra) রাশির জাতক জাতিকাদের আজ কিছুটা সচেতন থাকার প্রয়োজন রয়েছে। এমন কোন কাজ করবেন না যাতে আইনি কোন ঝামেলায় জড়াতে হয়। কাজ সংক্রান্ত কোন সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এমন হলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক: বৃশ্চিক (Scorpio) রাশির জাতক জাতিকা আজ খরচ কম করার ও ইনকাম বাড়ানোর দিকে নজর দিন। কাজের যায়গায় শুভ পরিণাম পাবেন। কাজের কাজের যায়গায় কেউ আপনার কাজের প্রশংসা করতে পারেন।

ধনু: ধনু (Sagittarius) রাশির জাতক জাতিকা নিজেকে সুরক্ষিত রাখতে সঠিক রণনীতি বানানোর চেষ্টা করতে পারেন। ব্যবসায় আটকে থাকা কাজে সাফল্য পাওয়ায় ভাল লাভ অর্জন করতে পারেন। চাকরিতে হালকা বাধা আসতে পারে। অকারণ সময় নষ্ট না করে নিজের কাজে ফোকাস করুন।

মকর: মকর (Capricorn) রাশির জাতক জাতিকাদের আজ দান ধ্যান, পরোপকার করার ব্যাপারে আগ্রহ বাড়বে। চাকরিতে খুব ভাল ফল লাভ করতে পারেন। এর ফলে আপনার আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় আপনার কাজের প্রশংসা হবে।

কুম্ভ: কুম্ভ (Aquarius) রাশির জাতক জাতিকা আজ কোন সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। কাজের ক্ষেত্রে দিনটি মিশ্র থাকবে। আজ কোন অনৈতিক কাজ করে ফেলতে পারেন এবং তার ফলে কোন সমস্যা দেখা দিতে পারে, তাই চেষ্টা করুন কোন অনৈতিক কাজ না করতে।

মীন: মীন (Pisces) রাশির জাতক জাতিকাদের আজ নিজের কাজে মন দেওয়া উচিত। অন্যেরা কি করল, কি বলল এই সব না দেখে নিজের কাজ নিজে করে যাওয়ার চেষ্টা করুন। পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ, শান্তি বজায় থাকবে ও ভাল অনুভূতি পাবেন।