Ramadan moon Photo Credit: Twitter@insharifain

Ramzan 2023: আবারও বছরের সেই সময় আগত যখন সারা বিশ্বের মুসলমানরা রমজানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। কারণ এটিই সেই পবিত্র আশীর্বাদের মাস যেখানে কুরআন নবী মুহাম্মাদ (সাঃ) এর অবতীর্ণ হয়েছিলেন। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 'রমজান' (Ramazan Or  Ramadan) হল নবম মাস। এই মাস অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।এই সময় মুসলমানরা ভোরে তাড়াতাড়ি উঠে সেহরি খেয়ে দিন শুরু করেন। এরপর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আর কিছু খান না বা পান করেন না। একেই বলা হয় রোজা।রোজা ভাঙা হয় সূর্যাস্তের পর। সেই সময় নমাজ পড়ে ইফতার পালন করা হয়। ইফতারে নানারকম খাবারের আয়োজন করা হয়। এই বিশেষ নিয়ম টানা ৩০ দিন চলে।

২০২৩ সালে ভারত সহ আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, ইরান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া রমজান মাস শুরু হচ্ছে ২৩ মার্চ বুধবার।সম্ভবত ২২ মার্চ রমজানের চাঁদ দেখতে পাওয়া যাবে, তাই তাদের জন্য রমজানের প্রথম রোজা হবে ২৩মার্চ।চাঁদ দেখার পরের দিন থেকেই শুরু হয় রোজা। অর্থাৎ সেই দিন থেকে শুরু হয় রমজান মাসের গণনা। ২০২৩ সালে রমজান মাস ২২ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ২১ এপ্রিল।

সৌদি আরব, দুবাই ও আবু ধাবিতে ২২ মার্চ রমজান মাস শুরু। সেক্ষেত্রে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে ২১ মার্চ সন্ধ্যায় অর্থাৎ শাবান ১৪৪৪ হিজরির ২৯ তম দিনে অর্ধচন্দ্র দেখা যাবে।

ইন্দোনেশিয়াতে রমজান মাসের পয়লা তারিখ ২২ মার্চ, ইদলফেতর ২১ মার্চ। কাতারে ২৩ মার্চ থেকে শুরু এই বিশেষ মাস। দক্ষিণ আফ্রিকায় ২২ মার্চ থেকেই শুরু হচ্ছে রমজান। কুয়েতে ২৩ মার্চ শুরু হতে পারে রমজানের মাস।