Ramadan In Australia: অপেক্ষার পালা শেষ অস্ট্রেলিয়ায়, দেখা মিলল রমজানের চাঁদের

প্রতিবছর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে পবিত্র রমজান মাসের। তবে ২০২৪ সালে অপেক্ষার পালা শেষ হল অস্ট্রেলিয়ায়। ১১ মার্চ অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া গেছে রমজানের চাঁদ। আজ অর্থাৎ ১২ মার্চ থেকে প্রথম রোজা পালন করা শুরু করবে অস্ট্রেলিয়ার মুসলমানরা। ১১ মার্চ, সোমবার সন্ধ্যায় এশার নামাজের পর তারাবীহ হয় এবং আজ তথা ১২ মার্চ অনুষ্ঠিত হয় প্রথম রোজা।

সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোয় ১০ মার্চ, রবিবার চাঁদ দেখা গেছে। এসব দেশে ১১ মার্চ, সোমবার থেকে শুরু হয়েছে রমজানের প্রথম রোজা। ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস হল পবিত্র রমজান মাস। এই গোটা মাস ধরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানরা। এই উপবাসকেই বলা হয় রোজা।