Ramadan 2022 ( File Photo)

মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস হল রমজান মাস। আল্লাহর ইবাদতের জন্য রমজানের গোটা মাস রোজা রাখেন ইসলাম সমাজ। ২০২৪ সালের ১১ মার্চ থেকে শুরু হয়েছে রমজান মাস। আজ ২২ মার্চ, ১১তম রোজার দিন, তার সঙ্গে রমজান-উল-মুবারকের দ্বিতীয় শুক্রবার আজ। ইসলাম ধর্মে শুক্রবারের বিশেষ গুরুত্ব রয়েছে, তবে রমজানের শুক্রবারের গুরুত্ব আরও বেশি।

২০২৪ সালের রমজানের প্রথম শুক্রবার ছিল মার্চের ১৫ তারিখ। আজ ২২ মার্চ, রমজানের দ্বিতীয় শুক্রবার। রমজানের দ্বিতীয় শুক্রবার থেকে শুরু হয়েছে রমজানের দ্বিতীয় আশরা অর্থাৎ মাগফিরাতের আশরা। ইসলাম ধর্মে শুক্রবারকে বলে জুম্মা। ইসলাম ধর্ম অনুযায়ী, সকল মুসলমান পুরুষ শুক্রবারের দিন মসজিদে যান জুম্মার নামাজ পড়তে। তাই জুম্মার দিন মসজিদে মুসলমানদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

সাধারণত, মুসলিম সম্প্রদায়ের মানুষদের প্রতিদিন ৫ বার নামাজ পড়ার নিয়ম রয়েছে। তবে শুক্রবারের নামাজ অন্যদিনের তুলনায় আলাদা হয়। এই নামাজ শুধুমাত্র শুক্রবারই পড়া হয়। জুম্মার নামাজ পড়ার সময় শুরু হয় দুপুর ১২:৩০ মিনিট থেকে। হাদিস শরিফে জুম্মার নামাজের গুরুত্বের কারণ হিসেবে বলা হয়েছে, হযরত আদম আলাইহিস সালামকে জুম্মার দিনেই স্বর্গ থেকে এই দুনিয়াতে পাঠানো হয়েছিল।