Ramadan 2022 ( File Photo)

Ramadan 2022 Wishes In Bengali: সাঁঝের আকাশে রমজানের চাঁদ।  পবিত্র মাহে রমজান। ইসলামিক হিজরি ক্যালেন্ডারের নবম-তম মাস এই রমজান(Ramadan 2022 Wishes)। এই মাসেই কোরান নাজেল হয়েছিল।এই মাসের টানা ৩০ দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত রোজা পালন করেন ইসলাম ধর্মাবলম্বীরা। রহমত, মাগফেরাত, নাজাত ১০ দিন অন্তর বদলে যায় নাম। আল্লাহর কাছে রহমত প্রার্থনা, মাগফেরাত প্রার্থনা ও নাজাত প্রার্থনার মাস এই রমজান।শেষ রমজানের সন্ধ্যায় আকাশে দেখা দেয় ঈদের চাঁদ। পরের দিন ঈদ-উল-ফিতর পালিত হয়।

আজ রবিবার ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে রমজান ২০২২। এই রমজান উপলক্ষে আপনজনকে শেয়ার করুন LatestLY  বাংলার শুভেচ্ছা বার্তা।

Ramadan 2022 ( File Photo)
Ramadan 2022 ( File Photo)
Ramadan 2022 ( File Photo)