‘আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতুহলভরে, আজি হতে শতবর্ষ পরে। কবিগুরু রীবন্দ্রনাথ ঠাকুর জানতেন তিনি তার সৃষ্টিকর্মের মাঝেই অমর হয়ে থাকবেন। তাই তো তিনি লিখে গেছেন এই কবিতা। অমর হয়ে আছেন তার লেখা কবিতা, গান, উপন্যাস, গল্পের মাধ্যমে। আজো কোটি বাঙালি পড়ছে তার কবিতা। রাত পেরোলেই ২২ শ্রাবণ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ধারক-বাহক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম মৃত্যুবার্ষিকী।

তাঁর মৃত্যুবার্ষিকীর আগে রইল তাঁকে শ্রদ্ধা জানিয়ে লেটেস্টলি বাংলার সচিত্র বার্তা-

22she Shraban, ২২শে শ্রাবণ, Death Anniversary of Rabindra Nath Tagore, Rabindra Nath Tagore ,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, রবীন্দ্রনাথ ঠাকুর