ওড়িশা: রথযাত্রা শুরু হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আগামী ২০ জুন মহাসমারোহে পুরীতে রথউৎসব পালন হবে। জগন্নাথের রথের রাশি টানতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পৌঁছবেন। তবে এ বছর ওই রথের শক্ত রাশিতে কোমল হাতের ছোঁয়া লেগেছে, জগন্নাথদেবের রথে যে দড়ি ব্যবহার করা হবে তা একদল মহিলার হাতে তৈরি হয়েছে। ওডিশা কোঅপারেটিভ কোয়ার কর্পোরেশন লিমিটেড (ওসিসিসি/কোয়ার বোর্ড) বুধবার মহিলাদের হাতে তৈরি ২৬টি দড়ি রথযাত্রায় ব্যবহার করার জন্য শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের হাতে তুলে দিয়েছেন।
সূত্রের খবর, ২৬টি দড়ির মধ্যে ১৪টি দড়ি রথ টানার জন্য ব্যবহার করা হবে। বাকি ১২টি দড়ি রথগুলিকে কর্ডন করার জন্য ব্যবহার করা হবে। এই প্রথমবার মহিলাদের রথের দড়ি তৈরি করার সুযোগ দেওয়া হয়েছে। দড়িগুলি বেঁধেছেন বেশ কয়েকটি স্ব-সহায়ক গোষ্ঠীর (এসএইচজি) মহিলা সদস্য৷
ওসিসিসি-এর ম্যানেজার সুরেন্দ্র কুমার সাহু বলেন, “আমি SJTA কে ধন্যবাদ জানাই আমাদের এই দায়িত্ব দেওয়ার জন্য। ভগবান জগন্নাথের কৃপায়, আমরা গত ১৬ বছর ধরে রথযাত্রার দড়ি সরবরাহ করে আসছি।”তিনি আরও বলেন, "এবছর দড়িগুলি তৈরি করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২০টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছিল।" আরও পড়ুন : Rath Yatra 2023 : পুরীতে রথযাত্রার উৎসব কখন পালন হবে? সময়, ধর্মীয় তাৎপর্য ও ইতিহাস জানুন