ভগবান বিষ্ণু কূর্ম, বুদ্ধ ও পরশুরাম রূপে পৃথিবীতে অবতারণ করেছিলেন বৈশাখ মাসে। এই মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিন পালন করা হয় পরশুরাম জয়ন্তী।‌ এই তিথিতেই পালন করা হয় অক্ষয় তৃতীয়া উৎসব। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন ভগবান পরশুরাম। ত্রেতাযুগে ভার্গব বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ভগবান পরশুরামের পুজো করলে দীর্ঘায়ু এবং শত্রুদের বিরুদ্ধে জয় লাভ হয়।

পঞ্জিকা অনুসারে, ২০২৪ সালে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হবে ১০ মে সকাল ০৪:১৭ মিনিটে এবং শেষ হবে ১১ মে রাত ০২:৫০ মিনিটে। ভগবান পরশুরামের আবির্ভাবের সময় হল প্রদোষ কাল। তাই পরশুরামের পুজো করা হয় সন্ধ্যায়। পুজোর শুভ সময় হল ১০ মে সকাল ০৭:১৪ থেকে সকাল ০৮:৫৬ মিনিট পর্যন্ত এবং প্রদোষ কাল পুজোর শুভ সময় হল সন্ধ্যা ০৫:২১ মিনিট থেকে রাত ০৭:০২ মিনিট পর্যন্ত।

২০২৪ সালের ১০ মে, শুক্রবার পালিত হবে পরশুরাম জয়ন্তী। পাপী ও ধর্মহীন রাজাদের বিনাশ করার জন্য পৃথিবীতে জন্ম হয় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের। ব্রাহ্মণ ঋষিদের উপর অত্যাচারের অবসান ঘটিয়েছিলেন ভগবান পরশুরাম। ভগবান পরশুরামকে অনেক মন্দির রয়েছে ভারতের পশ্চিম উপকূলে।