Photo Credits: ANI

কটক: মরক সংক্রান্তি উপলক্ষে ভারতের বিভিন্ন জায়গার মতো মকর মেলার (Makar Mela) আয়োজন করা হয়েছিল ওড়িশার (Odisha) কটক (Cuttak) জেলার আঠগড়ের (Athagarh) মহানদীর (Mahanadi) উপর অবস্থিত গোপীনাথ-বড়ম্বা টি-ব্রিজ (Gopinathpur-Badamba T-bridge)।

শনিবার মকর মেলা চলাকালীন ভক্তরা বড়ম্বায় থাকা সপ্তম শতকে তৈরি সিংহনাথ মন্দিরে (Singhanath Temple) আর্শীবাদ (blessings) নিতে যান। তখনই ঘটে মর্মান্তিক পদপিষ্ট  (Stampede) হওয়ার ঘটনা। সরকারি আধিকারিকদের সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৯ জন এবং নিখোঁজ রয়েছেন এক ডজনের বেশি মানুষ।

এপ্রসঙ্গে বড়ম্বা হাসপাতালের চিকিৎসক ডাঃ রঞ্জন কুমার বারিক বলেন, "এখনও পর্যন্ত এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আর জখম হয়েছেন ৯ জন। তাঁদের কটকের আরেকটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।"