Onam Wish By PM & President (Photo Credit: X@ANI &@rashtrapatibhvn)

আজ কেরলে মহাসাড়ম্বরে উদযাপিত হচ্ছে ওনাম উৎসব। ফসল কাটার আনন্দ এবং কিংবদন্তি রাজা মহাবলীর স্মরণে পালিত ওনাম কেরালার একটি প্রধান বার্ষিক উৎসব। মালয়ালি নববর্ষ উদযাপন করে পালিত এই দশ দিনের উৎসবটি মূলত আনন্দ, সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। সারা বছর এই সময়টির জন্য অপেক্ষা করে থাকেন কেরলের মালয়ালি সমাজ। হিন্দুদের উৎসব হলেও ‘ওনাম’ আসলে কৃষি উৎসব। তাই এই উৎসবে মাতেন সমাজের সব সম্প্রদায়ের মানুষই। শুক্রবার তিরুবনন্তপুরমে ধুমধাম করে ওনাম উৎসব উদযাপন করা হয়।

১০-দিনব্যাপী ওনামের, শুক্রবার প্রধান উৎসব তিরুভোনাম। মানুষ এদিন মন্দির পরিদর্শন করেন, ঘরে ঘরে জড়ো হয়ে ওনাম উৎসব পালন করে ও উপহার বিনিময় করে উদযাপন করেন।ওনাম উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুভেচ্ছা বার্তায় কী বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-

রাষ্ট্রপতি মুর্মু এক্স মাধ্যমে শুভেচ্ছা-বার্তায় লিখেছেন, "ওনামের শুভ উৎসব উপলক্ষ্যে, আমি সমস্ত নাগরিকদের, বিশেষ করে ভারতে এবং বিদেশে বসবাসরত কেরলের ভাই ও বোনদের আমার উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানাই।"

শুভেচ্ছা বার্তায় কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- 

প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা বার্তায় লিখেছেন, "সবাইকে ওনামের শুভেচ্ছা জানাই! এই সুন্দর উৎসব সকলের জন্য নতুন আনন্দ, সুস্বাস্থ্য এবং প্রচুর সমৃদ্ধি বয়ে আনুক। ওনাম কেরলের কালজয়ী ঐতিহ্য ও সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করে। এই উৎসব ঐক্য, আশা ও সাংস্কৃতিক গর্বের প্রতীক। এই উৎসব আমাদের সমাজে সম্প্রীতির চেতনাকে শক্তিশালী করে এবং প্রকৃতির সঙ্গে আমাদের সংযোগকে আরও নিবিড় করে।"