পশুপতিনাথ: কয়েক ঘণ্টা পরেই মহাশিবরাত্রি (MahaShivaratri)। সেই উপলক্ষে সেজে উঠেছে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শিবমন্দিরগুলি (Shiv Temple)। বৃহস্পতিবার সেই একই ছবি দেখা গেল নেপালের (Nepal) বিখ্যাত পশুপতিনাথ মন্দিরেও (Pashupatinath Temple)। সেখানে ইতিমধ্যেই মন্দির সাজানোর কাজ সম্পূর্ণ হয়েছে। আর ভিড় জমতে শুরু করেছে সাধুসন্ত (Sadhus) থেকে শুরু করে সাধারণ মানুষদেরও।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, এই বছর পশুপতি এরিয়া ডেভেলপমেন্ট ট্রাস্টের (Pashupati Area Development Trust) তরফে নেপাল (Nepal) ও ভারতের (India) প্রায় আড়াই হাজার সাধুকে পশুপতিনাথ মন্দিরে আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি আরও সাধুসন্ত এবং সাধারণ মানুষ এখন থেকেই ভিড় জমিয়েছেন মন্দিরে। এদিকে পশুপতিনাথ মন্দিরকে এমনভাবে সাজানো হয়েছে যে প্রায় পুরো বদলে গেছে এখানকার রূপ। পুরো মন্দিরে রং করা হয়েছে এর চারিদিকে দারুণ জেল্লা দিচ্ছে বলে জানালেন মন্দিরে আসা এক ভক্ত অস্মিতা ভাণ্ডারি।
Nepal | Pashupatinath Temple decorated ahead of Shivaratri
This year, about 2,500 Saints from within Nepal, as well as neighbouring India, are being welcomed by the Pashupati Area Development Trust. pic.twitter.com/HxkghaoTd1
— ANI (@ANI) February 16, 2023
Pashupatinath Temple is comparatively different than it used to be in earlier times. Structures are being painted which is adding on the glow. Also, the footfalls of Sadhus also has increased consistently in the temple premises: Asmita Bhandari, a visitor who reached the temple pic.twitter.com/2LAayR43Ss
— ANI (@ANI) February 16, 2023