জৈন ধর্মের ২৪ তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর জৈন। তাঁকে ঘিরেই পালিত হয় মহাবীর জয়ন্তী (Mahabir Jayanti 2025)। এই মহাবীর জয়ন্তীর দিনেই পালিত হচ্ছে নবকার মহামন্ত্র দিবস ( 'Navkar Mahamantra Divas') । নবকার মহামন্ত্র দিবস হল আধ্যাত্মিক সম্প্রীতি এবং নীতিগত চেতনার একটি স্মরণীয় উদযাপন যা জৈন ধর্মের সবচেয়ে সম্মানিত এবং সর্বজনীন মন্ত্র - নবকার মহামন্ত্রের সম্মিলিত জপের মাধ্যমে মানুষকে একত্রিত করার চেষ্টা করে। ১০৮ টিরও বেশি দেশের মানুষ শান্তি ও ঐক্যের জন্য আজ বিশ্বব্যাপী মন্ত্রে যোগ দেবেন। অহিংসা, নম্রতা এবং আধ্যাত্মিক উন্নতির নীতিতে প্রোথিত, এই মন্ত্র আলোকিত প্রাণীদের গুণাবলীর প্রতি শ্রদ্ধা জানায় এবং অভ্যন্তরীণ রূপান্তরকে অনুপ্রাণিত করে। এই দিবস সকল ব্যক্তিকে আত্মশুদ্ধি, সহনশীলতা এবং সামগ্রিক কল্যাণের মূল্যবোধের উপর প্রতিফলিত হতে উৎসাহিত করে।

আজ সকালে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে (Vigyan Bhawan, New Delhi) আয়োজিত নবকার মহামন্ত্র দিবসে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আজ সকাল ৮টায় এই অনুষ্ঠান শুরু হয়েছে। কর্তৃপক্ষদের তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রী এই উপলক্ষে তার বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হল নবকার মহামন্ত্র দিবসের স্মারক

 খালি পায়ে প্রবেশ করে জনতার সঙ্গে একসঙ্গে পালন করলেন নবকার মহামন্ত্র দিবস-

'নবকার মহামন্ত্র দিবস' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "নবকার মহামন্ত্র কেবল একটি মন্ত্র নয়। এটি আমাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু... এবং এর গুরুত্ব কেবল আধ্যাত্মিক নয়। এটি সকলকে পথ দেখায়, নিজের থেকে সমাজ পর্যন্ত..."

নবকার মহামন্ত্র দিবসে কী বললেন প্রধানমন্ত্রীঃ