দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Photo Credits: Twitter)

কলকাতা, ৩০ সেপ্টেম্বর: Mamata Banerjee Inaugurates Durga Puja Pandals: আজ দেবীপক্ষের দ্বিতীয়া (Dwitiya)। মেঘের চোখ রাঙানিতে যদিও তা বোঝার উপায় নেই। আজ সকালে বজ্র- বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তারপর বৃষ্টিপাতের পরিমাণ কমে সূর্য উঁকি মেরেছে। শহর জুড়ে রোদের খেলা। কিন্তু পুজোর মধ্যে কী হবে তা নিয়ে আশঙ্কার মেঘ সকলের মনে। এরই মধ্যে চুপিসাড়ে হয়ে চলেছে পুজোর উদ্বোধন। এবছর পুজো নিয়ে মাতামাতি আর ঢাক- ঢোল পিটিয়ে হচ্ছে না। বরং দেখা যাচ্ছে বেশ নিঃশব্দেই মিটছে পুজোর উদ্বোধন।

 

গতকাল রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee) বেশ কতকগুলি পুজোর উদ্বোধন (Puja Pandal Inauguration) করেন। বেহালা নতুন দল, অজেয় সংহতি,বড়িশা ক্লাব থেকে বোসপুকুর তালবাগান, ৪১ পল্লী, বোসপুকুর শীতলামন্দির ও ২১পল্লী সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করেছেন। তিনি আজ টুইট (Tweet)করে জানান,'আজ রবিবাসরীয় পুজো উদ্বোধন করলাম - বেহালা নতুন দল, অজেয় সংহতি,বড়িশা ক্লাব থেকে বোসপুকুর তালবাগান, ৪১ পল্লী, বোসপুকুর শীতলামন্দির ও ২১পল্লী সার্বজনীন দুর্গোৎসবের। প্রতিপদের পুণ্যলগ্নে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিপদের পুণ্যলগ্নে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।' আরও পড়ুন, সুরুচি সংঘের পুজোর থিম সং লিখলেন মমতা ব্যানার্জি; গান গাইলেন শ্রেয়া ঘোষাল

দুর্গাপুজোর উদ্বোধন মহালয়ার আগে থেকেই শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় দলীয় নেতা- নেত্রী, মন্ত্রী, অভিনেতা- অভিনেত্রীরা পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন। নতুন নতুন কায়দায় এবছর উদ্বোধন করতে দেখা যাচ্ছে। ছোট পুজোগুলিতে যদিও এখনো প্রতিমা মণ্ডপে এসে পৌঁছয়নি। এবছর রাজ্য সরকারের নির্দেশে পুজো কমিটিগুলি একটু আঁটোসাঁটো হয়েই চলছে।