মহালয়ার শুভেচ্ছা (ছবিঃFile Photo)

মহালয়া হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি, যা দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত হয়। মহালয়ার দিন দেবী দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয়, যা ঐতিহ্যগতভাবে “চণ্ডীপাঠ” ও দেবীর আবাহন মন্ত্রের মাধ্যমে পালন করা হয়। এই দিনটি মূলত পূর্বপুরুষদের স্মরণ করারও দিন, যাকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা বলা হয়।

রাত পোহালেই শুরু হবে পিতৃ তর্পণ। আর অন্যদিকে সূচনা হবে দেবীপক্ষের। তাই অগ্রিম মহালয়ার সচিত্র বার্তা পাঠিয়ে রাখুন আজ রাতে-