শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের উত্‍সব। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে সবথেকে বড় পুজো হল এই দুর্গাপুজো (Durga Puja 2024)। আজ মহাষষ্ঠী (Maha Sasthi Wishes)। ঢাকের বাদ্যি, কাঁসরের ঘণ্টা, উলুর ধ্বনি, শঙ্খের আওয়াজে চারিদিন একেবারে মুখরিত, চঞ্চল ও প্রাণবন্ত হয়ে উঠেছে। ঝলঝকে এক সকাল দিয়ে পুজো হয়েছে শুরু। শাস্ত্রমতে আজকের দিনেই দেবী দুর্গা (Devi Durga) কৈলাশের যাত্রা শেষ করে সপরিবারে মর্তে আগমন করেন।

ষষ্ঠীর (Maha Sasthi 2024) পুণ্যতিথিতে হবে মায়ের বোধন৷ তাই উৎসব শুরু হওয়ার সকালে ভাগ করে নিন আনন্দ বার্তা।  WhatsApp, Facebook, Messenger-এ পাঠিয়ে দিন LatestLY Bangla-র এই শুভেচ্ছা বার্তা৷