কাশের বনে দোলা লাগিয়ে নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে উঠোন ভরা শিউলি ফুলের মধ্যে দিয়ে উমা এসেছে বাপের বাড়ি৷ রাত পোহালে ষষ্ঠী (Maha Sasthi 2024 Wishes), মায়ের বোধন৷ শত দুঃখ, কষ্ট, অনটনকে দূরে সরিয়ে রেখে সবাই মেতে উঠেছে মায়ের আরাধনায়৷ শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো৷