Maha Navami Wishes In Bengali:শুভ মহা নবমী, পুজোর আনন্দে বন্ধু স্বজনকে WhatsApp, Messenger, Facebook-এ পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা

আজ মহানবমী। এই বছরের মতো বাপের বাড়িতে আজ উমার শেষ দিন। তাই  নবমীর রাত থেকেই যেন বিদায় ঘণ্টা বেজে ওঠে মণ্ডপে মণ্ডপে।নবমীর সন্ধ্যা আরতির পর বিষাদের সুর বাজে সর্বত্র। এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, বিদায়ও নেবেন ঘোটকেই। বিদায় দেওয়ার আগে সকল বন্ধু স্বজনকে পাঠানো হোক নবমীর শুভেচ্ছা পত্র।