মহানবমী মানেই মায়ের পুজোর এক মহার্ঘ দিন। এই দিনে মায়ের ভোগও দেওয়া হয় কিছু পুজোয়।শেষদিনে মায়ের ভালোবাসা ভাগ করে নিন সকলের সঙ্গে । প্রিয়জনকে জানান দিনটির শুভেচ্ছা। তাঁকে পাঠিয়ে দিন আপনার পছন্দের শুভেচ্ছাবার্তাটি।