Maha Navaami Wishes in Bengal

আজ মহানবমী। (Maha Navami) এ বছরের মতো বাপের বাড়িতে উমার শেষ দিন। (Durga Puja 2025) নবমী রাত থেকেই যেন বিদায়ের ঘণ্টা বাজে মণ্ডপে মণ্ডপে।  ২০২৫ সালে দেবী দুর্গার গজে আগমন। এর ফলস্বরূপ ভাল ফলন হলেও দেবীর দোলায় গমন হবে। এর ফলে মড়কের আশঙ্কা দেখা দিতে পারে। তবে ওই সব আশঙ্কা ছেড়ে মেতে উঠুন নবমীর সন্ধ্যায়।

আজ সকালে লেটেস্টলি(LatestLY Bangla) বাংলার তৈরি শুভ মহা নবমীর এই শুভেচ্ছা বার্তা (Subho Maha Navami 2025 Wishes In Bengali) শেয়ার করে দিন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে।

Maha Navami Wishes In Bengali

Maha Navami Wishes