UP Govt has arranged electric buses for devotees (Photo Credit: X@airnewsalerts)

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই প্রয়াগরাজে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে এই মেলা। যা শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। চলছে জোরকদমে প্রস্তুতি পর্ব। সমস্ত দিকে খতিয়ে দেখছেন খোদ । কুম্ভ মেলার ব্যবস্থাপনায় কোনও ভুল-ত্রুটি নজরে এলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে বার্তা দেন যোগী। সঙ্গে ১৩ জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি।

প্রয়াগরাজে আসন্ন মহাকুম্ভ মেলায় পূর্ণার্থীদের যাতায়াতের সুবিধার্থে, উত্তরপ্রদেশ সরকার বৈদ্যুতিন বাসের ব্যবস্থা করেছে। এছাড়াও ৭ হাজার গ্রামীণ বাস ও সাড়ে ৩ শোর বেশি সার্টেল বাসের বন্দোবস্ত করা হয়েছে।স্নানের বিশেষ দিনগুলিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসগুলির জন্য ৮টি অস্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণ করেছে। উত্তর প্রদেশ পুলিশ সঙ্গম অঞ্চলে নিরবিচ্ছিন্ন তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে পৌঁছেছেন। পুণ্যার্থীদের নিরাপত্তা থেকে শুরু করে অতিথি-অ্যাপায়ন, খাওয়া-দাওয়ার সমস্ত দিক তৎপরতার সঙ্গে দেখছেন উত্তরপ্রদেশের প্রশাসন। মহাকুম্ভতে যাতে কোনওরকম সমস্যার সৃষ্টি না হয় সেই কথা মাথায় রেখে এক নজিরবিহীন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, প্রয়াগরাজ্যে মহাকুম্ভ উপলক্ষে চালু করা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। পাশাপাশি এই মহাকুম্ভতে আগামী ১৩ তারিখ থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলায় ৪৫ কোটির বেশি পুণ্যার্থীর সমাগমের আশা রাখছেন প্রয়াগরাজ্যের প্রশাসন।