![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/10/6-Maha-Asthami-Wishes-In-Bengali-380x214.jpg)
বাঙালির প্রাণের উৎসবের ঢাকে পড়ে গিয়েছে কাঠি। রাত পোহালেই অষ্টমী। অষ্টমীর দিনটা বাঙালির কাছে খুব স্পেশাল। শাড়ি, পাঞ্জাবি পরে এই দিন সকালটা তোলাই থাকে পুস্পাঞ্জলির জন্য। তাই কাল সকাল সকাল ব্যস্ত হয়ে পড়বেন সকলেই। তাই অষ্টমীর অঞ্জলির আগেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা।