Lathmar Holi 2023 Photo Credit: Twitter@ANINewsUP

উত্তরপ্রদেশের মথুরায় জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে 'লাঠমার হোলি' উৎসব। কথিত আছে, নন্দগাঁও থেকে বারসানায় এসেরঙের উৎসবে মেতেছিলেন স্বয়ং কৃষ্ণ। তাই লাড্ডু হোলির পরদিনই বারসানায় শুরু হয় লাঠমার হোলি। ছোটবেলায় কৃষ্ণ তাঁর মা যশোদার কাছে গিয়ে অভিযোগ করেন, কেন তিনি শ্যামবর্ণ আর রাধা কেন ফর্সা? তখন যশোদা বলেন রাধাকে ভালো করে রং মাখিয়ে দিতে, যাতে গায়ের রং বোঝা না যায়। তখন কৃষ্ণ তাঁর বন্ধুদের নিয়ে রাধা ও অন্য গোপিনীদের রং মাখিয়ে দেন। এর উত্তরে রাধা ও গোপিনীরা লাঠি দিয়ে কৃষ্ণ ও তাঁর বন্ধুদের মারেন। এর থেকে চালু হয় লাঠমার হোলির প্রথা।

বুধবার সন্ধ্যায় রাধা রানীর শহর বরসানায় শুরু হল লাঠমার হোলি।এই উৎসবের প্রথায় মহিলারা লাঠি দিয়ে নন্দগাঁওয়ের পুরুষদের  মারতে থাকে, আর পুরুষরা নিজেদের রক্ষা করার জন্য ঢাল ব্যবহার করে। ধরা পড়লে প্রথা অনুযায়ী নারীদের পোশাকে নাচতেও হয়। এখানে মহিলাদের বলা হয় হুরিয়ারিন ও পুরুষদের বলা হয় হুরিয়ার। এই খেলা চলার সময় ছাদ থেকে রং বর্ষণ করা হয়। ইতিমধ্যেই বরসানার রাস্তা রঙে ভরে গেছে। চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে রাধা-কৃষ্ণের জয়ধ্বনি। ভক্তদের ভিড় এতই যে পা ফেলারও জায়গা নেই। দেখুন সেই ভিডিও-