Last Monday Of Sawan (Photo Credit: X@ANI)

শ্রাবণের চতুর্থ ও শেষ সোমবারের প্রাক্কালে হাজার হাজার ভক্ত সোমবার ভোর থেকেই ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মহাদেবের মন্দিরে। তবে পবিত্র বারাণসীর কাশী বিশ্বনাথ ধামে গতকাল থেকেই ভক্তদের ভিড়। আজ সকালে মঙ্গল আরতির পর থেকেই কাশী বিশ্বনাথ মন্দিরে শুরু হবে দর্শন-ভজনের পালা। গঙ্গায় স্নান করতে গিয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য বাড়তি সতর্কতায় এনডিআরএফ জওয়ানরাও মোতায়েন, রয়েছে।শ্রাবণ মাসের শেষ সোমবারের বিশেষ গুরুত্ব শাস্ত্র মতে। কারণ তা পড়ছে ‘সর্বার্থ সিদ্ধি যোগ’-এ। ফলে এই দিন রুদ্রাক্ষ শোভিত সাজে ভক্তদের সামনে আসবেন জ্যোতির্লিঙ্গ রূপে কাশী বিশ্বনাথ।

শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে চলছে মঙ্গলা আরতি

 

 

এদিন পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবারে অশোক বিহারের শ্রী বেদনাথ মহাদেব মন্দিরে প্রার্থনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

এছাড়া দেশের কোণায় কোণায় বিভিন্ন মন্দিরে সকাল থেকেই শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের ভিড় লক্ষ করা গেছে। রইল সেই সব ছবি-

উত্তরাখণ্ডঃ পবিত্র 'শ্রাবণ' মাসের শেষ সোমবারে হরিদ্বারের দক্ষিণেশ্বর মহাদেব মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত প্রার্থনায় রত

আসাম: পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবারে গুয়াহাটির শুক্রেশ্বর মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত প্রার্থনা করেন

উত্তরপ্রদেশ: পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবারে গোরক্ষপুরের বাবা মুক্তেশ্বর নাথ মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত প্রার্থনা করেন।

মুম্বাই, মহারাষ্ট্র | পবিত্র 'শ্রাবণ' মাসের শেষ সোমবারে প্রার্থনা করার জন্য বাবুলনাথ মন্দিরে প্রচুর ভক্তদের ভিড়।