আজ সন্ধ্যায় পূজিত হবেন সম্পদের দেবী লক্ষ্মী। দীপান্বিতা লক্ষ্মী নামেই তাঁর আজ পুজো। দীপান্বিতা শব্দের অর্থ দীপের আলো। আলোর রোশানাইয়ে সেজে ওঠার দিনে বাঙালির ঘরে ঘরে দীপান্বিতা লক্ষ্মীর পুজো হয়। অবাঙালিদের মধ্যেও এই পুজো হয়ে থাকে। অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলার ব্রত কথায় লিখেছিলেন, ‘মেয়েরা বছরে আরও কয়েকবার লক্ষ্মীব্রত করেন, যেমন ভাদ্রে, কার্তিকে, চৈত্রে। কিন্তু সেগুলো ঐ তিন লক্ষ্মীব্রতরই ছাঁচে চালা।’ ‘তিন লক্ষ্মীব্রতরই’ বলতে হরিতা দেবী, কোজাগরী লক্ষ্মী ও অঘ্রাণ মাসে অরুণা লক্ষ্মীর কথা লিখেছেন তিনি। কার্তিক মাসে যে লক্ষ্মীর আরাধনার কথা অবনীন্দ্রনাথ লিখেছেন তা দীপান্বিতা লক্ষ্মী। এককালে মূলত পশ্চিম ও মধ্যবঙ্গে এই পুজো হত। দিনেকালে তা ছড়িয়েছে বাংলার ঘরে ঘরে। ঘর থেকে অলক্ষ্মী দূর করতে এই পুজো হয়।
সন্ধ্যায় পুজো করার আগে পরিবারের সকলের সঙ্গে শেয়ার করে নিন দীপান্বিতা লক্ষ্মী পুজার শুভেচ্ছা বার্তা-