Aparajita Adhya Lakshmi Puja 2023 Photo Credit: Instagram @Aparajita Adhya

দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী তাই সকলেই দেবী আরাধনায় নিজের নিজের মতো করে মেতে ওঠেন। আর এই দিনে আমজনতার চোখ থাকে সেলিব্রেটিদের অন্দরমহলের দিকে। তাঁরা কিভাবে তাঁদের লক্ষ্মী পুজো করলেন সেই নিয়ে তাদের উৎসাহ থাকে প্রবল। রইল অপরাজিতার আঢ্য-র বাড়ির লক্ষ্মী পুজোর ছবি-

১৯৮৯ সাল থেকে চলছে অপরাজিতা আঢ্যর বাড়ির লক্ষ্মীপুজো। দিন দিন তা নিজে হাতে গুছিয়ে আরও বড় করে তুলেছেন অভিনেত্রী। সারাদিন আত্মীয় স্বজন ও মিডিয়ার বন্ধুদের আনাগোনায় মুখরিত থাকে তাঁর অন্দরমহল। তবে এবার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার অবনতির কারণে নিমন্ত্রণ করার সময় সকলকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন তিনি। গত শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সেই নিয়ে একটি পোস্ট করতেও দেখা যায় তাঁকে।

তবে পুজোর দিন প্রতিবার নিজে হাতে মা লক্ষ্মীকে সাজিয়ে তোলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এবারো তাঁর অন্যথা হয়নি। তবে এবারের সাজে আছে অভিনবত্ব। যা নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি লেখেন-'আমার এবছরের মা লক্ষ্মীর সাজ এবারে মা লক্ষীর যে পোশাক এবং যে গয়না সেটা মায়াপুর থেকে আমার এক বোন পাঠিয়েছেন (দেবযানি) তার বাড়ি আমরা ঘরে ঘরে জি (zee) বাংলার জন্যে গিয়েছিলাম তার গোপাল আছে এবং তার গোপাল আমার মা লক্ষীকে অর্থাৎ তার বউকে তার পোশাক এবং গয়না পাঠিয়েছেন তাই মা এবারে চটপট করে খুব সুন্দর ভাবে সেজে নিয়েছে।'

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

 

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)