Karwa Chauth: স্বামীর দীর্ঘায়ু কামনা করে মহিলারা পালন করেন করবা চৌথ (Karwa Chauth Gift Ideas 2025)। স্বামী, স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও গাঢ় করতে এই করবা চৌথ পালন করা হয় গোটা উত্তর এবং পশ্চিম ভারত জুড়ে। তবে এখন বাঙালিদের মধ্যেও অনেকে করবা চৌথ (Karwa Chauth 2025)পালন করছেন।
করবা চৌথের তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার রাত ৯.৫৪ থেকে। কিন্তু চন্দ্র দর্শন করে শুক্রবার এই করবা চৌথ পালন করবেন সধবা মহিলারা। করবা চৌথের রাতে স্বামীর হাতে জলপান করে তবে উপোস ভাঙেন মহিলারা। ওই সময় স্ত্রীদের জল খাইয়ে তবে পরব পালন করেন স্বামীরা।
করবা চৌথে স্ত্রীদের উপোস ভাঙিয়ে তাঁদের উপহার হাতে তুলে দেন স্বামীরা। এই করবা চৌথে স্ত্রীদের কী কী উপহার দিতে পারেন, তার একটি তালিকা দেওয়া হল।
বিশেষ এই দিনে স্ত্রীদের কী উপহার দেবেন, এক ঝলকে দেখে নিন তার তালিকা...
করবা চৌথে স্ত্রীদের গয়না উপহার দিন। সোনা থেকে হিরে কিংবা রুপোর গয়না যত্ন করে স্ত্রীদের হাতে তুলে দিতে পারেন।
করবা চৌথে চুড়ি, মঙ্গলসূত্র কিংবা পায়ের তোড়া উপহার দিতে পারেন স্ত্রীকে।
কাস্টমাইজ়ড ফটো ফ্রেম উপহার দিতে পারেন করবা চৌথের সন্ধ্যায় স্ত্রীকে।
কুশন বা কফি মগ বা চায়ের মগ স্ত্রীকে উপহার দিতে পারেন।
মহিলাদের অত্যন্ত পছন্দের মেকআপ কিট স্ত্রীকে উপহার দিতে পারেন।
ডিজ়াইনার সালওয়ার কিংবা শাড়ি উপহার দিতে পারেন স্ত্রীকে।
ডিজ়াইনার ব্যাগও উপহার দিতে পারেন স্ত্রীকে।
তবে আপনার স্ত্রী কী পছন্দ করেন, তা দেখে বুঝে তবেই সঙ্গিনীকে উপহার দিন করবা চৌথের সন্ধ্যায়।