করওয়া চৌথের (Karwa Chauth 2022) তারিখ
হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথিতে করওয়া চৌথের ব্রত পালন করা হয়। আজ অর্থাৎ ১৩ অক্টোবর রাত ১টা ৫৯ মিনিটে কার্তিক কৃষ্ণ চতুর্থী পালিত হবে এবং ১৪ অক্টোবর রাত ৩টে ৮ মিনিটে সমাপ্ত হবে। উদয়া তিথির কারণে ১৩ অক্টোবর করওয়া চৌথ পালিত হবে।
করওয়া চৌথ পুজোর নিয়ম
করওয়া চৌথে নির্জলা উপবাস করা হয়। তাই এই করওয়া চৌথের (Karwa Chauth 2022) দিনে প্রথমেই সকালে স্নান করে ব্রতর সংকল্প গ্রহণ করে হাতে গঙ্গাজল নিয়ে নিজে ঈশ্বরের ধ্যান করে সেই জল কোনও ফুলের টবে দিয়ে দিয়ে পুজোর কাজ শুরু করতে হয়। তারপর হলুদ মাটি দিয়ে গৌরীর ছবি বানিয়ে তার পর তাঁকে লাল ওড়না, টিপ, সোহাগের সামগ্রী, রোলী, চন্দন, অক্ষত, পুষ্প, নৈবেদ্য ইত্যাদি অর্পণ করে দেবীকে আটটি পুটলিতে আঠাওয়ারী ও হালুয়ার ভোগ নিবেদন করতে হয়।
দুপুরের সময় করওয়া চৌথের ব্রত শোনা এই ব্রতের কর্তব্য। তারপর রাতে চন্দ্রোদয়ের সময়ে চন্দ্রকে অর্ঘ্য দিয়ে স্বামীর দীর্ঘায়ু কামনা করতে হয়। এর পর চালুনির মধ্য দিয়ে চাঁদ দর্শন করে সেই চালুনি দিয়েই স্বামীকে দেখে স্বামীর হাত দিয়ে জল গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়।