Kartik Purnima (Photo Credit: Latestly)

Kartik Purnima 2025: কার্তিক পূর্ণিমা আজ। এই দিন বাংলার ঘরে ঘরে যেমন কার্তিক পুজোর প্রচলন রয়েছে, তেমনি দেশের বহু অংশে দেব দীপাবলি উদযাপন করা হয়। কার্তিক পূর্ণিমায় দেবতারা মর্তে নেমে এসে গঙ্গাস্নান করেন এবং প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করেন। সেই কারণে এই  দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়।

কার্তিক পূর্ণিমা বা দেব দীপাবলিতে দানে মেলে মহৎ ফল। এমন ধারনাও রয়েছে। তাই কার্তিক পর্ণিমায় বিশেষ কিছু জিনিসপত্র রয়েছে,যা দান করলে, সৌভাগ্য আপনার জীবনে কড়া নাড়বে।

মনে করা হয়, কার্তিক পূর্ণিমায় যদি কিছু দান করেন, তাহলে তার পূণ্য আপনি পাবেন। কার্তিক পূর্ণিমায় যদি কোনও দান করেন, তার ফল স্বরূপ দ্বিগুন ফলাফল আপনি পাবেন। এই দিনে কিছু দান করলে, ঈশ্বর প্রসন্ন হন বলে মনে করা হয়। জীবনে সুখ, সমৃদ্ধি যেমন লাভ হয়, তেমনি ভগবান সুপ্রসন্ন হন বলেও মনে করা হয়।

আরও  পড়ুন: Kartik Purnima 2025: কার্তিক পূর্ণিমার দিব্য রাতে দেবতারা মর্তে নেমে আসেন, প্রদীপ জ্বালিয়ে পালন করেন দেব দীপাবলি, জানুন পৌরাণিক গল্প

কার্তিক পূর্ণিমায় কী কী দান করলে লক্ষ্মী-নারায়ণ খুশি হন 

এইদিন শষ্য জাতীয় জিনিস দান করুন।

চাল, গম, আটা, চিনি জাতীয় জিনিসপত্র কার্তিক পূর্ণিমায় দান করলে, তার সুফল পাবেন।

মনে করা হয়, কার্তিক পূর্ণিমায় শষ্য দান করলে, আপনার বাড়িতে খাবারের অভাব হবে না। সারা বছর খাবার মজুদ থাকবে বলে মনে করা হয়।

মিষ্টি জাতীয় খাবারদাবারও এদিন দান করতে পারেন। এতেও ভগবান বিষ্ণ এবং লক্ষ্মীদেবীর কৃপা বর্ষিত হবে আপনার উপর।

কার্তিক পূর্ণিমায় তিল, গুড় এবং ঘি-ও দান করা ভাল বলে মনে করা হয়।

তিল, গুড়, ঘি দান করলে, লক্ষ্মী তুষ্ট হন বলে জানা যায়।

বিশেষ এই দিনে দুঃস্থ মানুষকে কম্বলও দান করতে পারেন।

জীবনে আর্থিক উন্নতিকে তরান্বিত করতে দুঃস্থ মানুষকে কম্বল বা গরম  পোশাক দান করুন। এতে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় বলে মনে করা হয়।

কার্তিক পূর্ণিমায় নিজেকে শুদ্ধ করবেন কীভাবে 

কার্তিক পূর্ণিমার ভোরে ঘুম থেকে উঠুন।

এরপর স্নান করতে যান। পারলে গঙ্গা স্নান সেরে আসুন।

তবে গঙ্গা কাছে না থাকলে, নিজের স্নানের জলের সঙ্গে গঙ্গার জল মিশিয়ে নিন। যমুনার জল কাছে থাকলেও, তাও স্নানের জলে মিশিয়ে নিতে পারেন।

স্নান সেরে পুজোআচ্চা করুন। প্রদীপ জ্বালান।