Kartik Puja (Photo Credit: FB)

Kartik Puja 2025: ৫ নভেম্বর কার্তিক পুজো (Kartik Puja 2025)। ৫ নভেম্বর অর্থাৎ বুধবার সকাল ৭.৫৮ মিনিট থেকে কার্তিক পুজোর শুভ মুহূরৎ শুরু হবে। যা চলবে সকাল ৯.২০ মিনিট পর্যন্ত। বাংলার একাধিক জায়গায় কার্তিক পুজো হয়। তার একাধিক নিয়মও রয়েছে। হুগলির বাঁশবেড়িয়ায় যেমন কার্তিক পুজো করা হয় ধুমধাম করে, তেমনি বাংলার একাধিক জায়গাতেও এই পুজোর প্রচলন রয়েছে।

আরও পড়ুন: Kartik Puja 2025: কার্তিক পুজোয় সন্তান লাভ অবসম্ভাবী? জানুন এর পৌরাণিক কাহিনী

কার্তিক পুজো কীভাবে হয়, কী তার নিয়ম দেখ নিন...

কার্তিক পুজো নিয়ম নিষ্ঠা সহকারে পালন করা হয়।

এই পুজোর জন্য ময়ূরের পালক অন্যতম প্রয়োজনীয় উপকরণ।

এই পুজো ছোট ছোট মাটির ঘট ব্যবহার করা হয়।

এই পুজোয় অনেকে বাঁশি রাখেন। কেউ কেউ তীর, ধনুকও পুজোয় ব্যবহার করেন।

কার্তিক পুজোয়  বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করা হয়। গাঁদা থেকে করবী কিংবা পদ্ম, বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করা হয় কার্তিক পুজোয়।

সন্তান লাভের জন্য অনেকেই নিষ্ঠাভরে কার্তিক পুজো করেন। তাই নির্দিষ্ট নিয়ম মেনে, মন্ত্রোচ্চারণ করে এই পুজো পালন করা হয়। ফলে কার্তিক পুজোর জন্য প্রথমে ঘর, বাড়ি ভাল করে পরিষ্কার করুন। এরপর কার্তিক ঠাকুরের সঙ্গে শিব, বিষ্ণু এবং গণেশ পুজোও করেন অনেকে। তার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে এক এক দেবতার পুজো করুন এবং তাঁদের অর্ঘ নিবেদন করুন।

কার্তিক পুজোর সময় অনেকে নিরামিষ খাবার খান। আমিষ খাবার এড়িয়ে চলেন একেবারে।