2025: আগামী ৫ নভেম্বর কার্তিক পুজো। ৪ নভেম্বর থেকে কার্তিক পূর্ণিমা শুরু হলেও, পুজোর শুভ মুহূরৎ রয়েছে ৫ নভেম্বর। ওই দিন সকাল ৭.৫৮ মিনিট থেকে কার্তিক পুজোর শুভ মুহূরৎ শুরু হবে। ফলে ৫ নভেম্বরই পুজোর বিধান রয়েছে। কার্তিক পুজো নিয়ে নানা মত প্রচলিত। কেন এই পুজো করা হয়, তা নিয়ে পৌরাণিক কাাহিনী প্রচলিত রয়েছে।
পৌরাণিক কাহিনী অনুযায়ী কেন করা হয় কার্তিক পুজো
কথিত রয়েছে জমিদার জয় নারায়ণ পাল সন্তান লাভের জন্য কার্তিক পুজো করেছিলেন। স্বপ্নে কার্তিক পুজোর নিদান পেয়ে ওই পুজো করেছিলেন জমিদার জয়নারায়ণ পাল। জমিদার জয়নারায়ণ পালের পাশাপাশি তাঁর অন্য ২ ভাইও কার্তিক পুজো করেন দাদার কথা অনুযায়ী। জয়নারায়ণ পাল নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের জন্য তিনি এবং তাঁর দুই ভাই একসঙ্গে কার্তিক পুজো করেছিলেন। কার্তিক পুজো ককরার পর জমিদার-সহ ওই ৩ ভাইয়ের সন্তান লাভ হয় বলে জানা যায়।