সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে 'কল্কি ২৮৯৮ এডি'। দেশের পাশাপাশি বিদেশেও এই সিনেমা নিয়ে উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে। ভগবান কল্কি অবতারকে মনে করা হয় ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার। হিন্দু ধর্মে কল্কি অবতার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এছাড়া ভগবান কল্কির অবতার নিয়ে অনেক ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

পুরাণ অনুসারে, কলিযুগের শেষে পৃথিবীতে ভগবান বিষ্ণুর জন্ম হবে কল্কি রূপে। বিশ্বাস করা হয় যে পৃথিবীতে অর্ধম যখন তার চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন সত্যযুগের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জন্ম হবে কল্কির। ভগবান বিষ্ণু কল্কি অবতার নিয়ে পৃথিবী থেকে সমস্ত পাপ এবং পাপ সৃষ্টিকারী পাপীদের বিনাশ করে ফের ধর্মের বিজয় পতাকা ওড়াবেন।

পুরাণ অনুসারে, উত্তর প্রদেশের একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম হবে ভগবান কল্কির। ভগবান কল্কি দেবদত্ত নামে সাদা ঘোড়ায় চড়ে বিনাশ করবেন পাপীদের। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্দের ২৪তম শ্লোকে উল্লেখ আছে কল্কি অবতারের। পুরাণে উল্লেখ তথ্য অনুসারে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র একসঙ্গে পুষ্য নক্ষত্রে প্রবেশ করার সময়ে সম্বল নামক গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হবে ভগবান কল্কির। ভগবান কল্কির পিতা ভগবান বিষ্ণুর ভক্ত হওয়ার পাশাপাশি হবেন বেদ ও পুরাণের জ্ঞানী।